Kasba Incident: কসবায় তৃণমূল কাউন্সিলরের উপর হামলা, বিহার থেকেই চতুর্থ গ্রেফতার | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: কসবায় তৃণমূল কাউন্সিলরের উপর হামলা, বিহার থেকেই চতুর্থ গ্রেফতার। সমস্তিপুর থেকে গুলশন কলোনিতে ঘাঁটি গাড়া ফুলবাবু নামে অভিযুক্ত গ্রেফতার। কসবাকাণ্ডে আরও গ্রেফতার 

আরও খবর...

জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বাকিবুরকে দুবাই যাত্রায় অনুমতি। ED-র আপত্তি খারিজ, দুবাই যেতে বাকিবুরকে সম্মতি। রেশন দুর্নীতিতে জামিনে মুক্ত বালু ঘনিষ্ঠ বাকিবুর রহমান।  ১০ দিনের জন্য বাকিবুরের দুবাই-যাত্রায় সম্মতি বিশেষ ED আদালতের।  ২৫ নভেম্বর দুবাই যাত্রা, বাকিবুরকে ফিরতে হবে ৫ ডিসেম্বর। শর্ত মেনে দুবাই থেকে ফিরেই ৬ ডিসেম্বর জমা দিতে হবে পাসপোর্ট। রেসিডেন্সিয়াল ভিসার পুনর্নবীকরণ করতে দুবাই যেতে চান বাকিবুর। দুবাই যাওয়ার আগে তদন্তকারী অফিসারকে দিয়ে যেতে হবে ফোন নম্বর।

সরকারি প্রকল্পে কাটমানির অভিযোগ, পুরুলিয়ায় ঠিকাদারদের বিক্ষোভ। কাশীপুরের তৃণমূল পরিচালিত সোনাথলি পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অভিযোগ। তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে সরব বিজেপিও। পঞ্চায়েত অফিসে প্রধানকে না পেয়ে দফতরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানো হয় শুক্রবার।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola