Kasba Incident: 'শিক্ষা প্রতিষ্ঠানে অত্যাচারের সম্মুখীন...' পরামর্শ প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি

Continues below advertisement

ABP Ananda Live: নিজের কলেজেই ধর্ষণের শিকার হয়েছেন আইনের ছাত্রী। যা নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। আরজি কর কাণ্ডের বছর ঘোরার আগে এহেন ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সব মহলে। এই আবহে পড়ুয়াদের পরামর্শ দিলেন তারাসুন্দরী বালিকা বিদ্যাভবনের প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি। শিক্ষা প্রতিষ্ঠানে অত্যাচারের মুখোমুখি হলে গলা ছেড়ে প্রতিবাদ করার পরামর্শ দিলেন তিনি। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে শিক্ষিকার আফশোস, সরকারি স্কুলগুলিতে যা পাঠ্যবই দেওয়া হয়, তা বেশিরভাগ ক্ষেত্রেই পাঠযোগ্য নয়।

আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে পা দিয়েছিলেন এ শহরের বুকে সাউথ ক্যালকাটা ল' কলেজে। কিন্তু এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা হবে, তা স্বপ্নেও ভাবতে পারেননি নির্যাতিতা ছাত্রী। যা ফের একবার উস্কে দিচ্ছে আরজি কর কাণ্ডের স্মৃতি। নিজেরই শিক্ষা প্রতিষ্ঠানে কেন ন্যূনতম নিরাপত্তাটুকু তিনি পেলেন না, তা নিয়ে উঠছে প্রশ্ন। এই আবহে এরাজ্যেরই এক স্কুলের শিক্ষার পরামর্শ শিক্ষা প্রতিষ্ঠানে অত্যাচারের সম্মুখীন হলে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। গলা ছেড়ে করতে হবে প্রতিবাদ। তারাসুন্দরী বালিকা বিদ্যাভবনের প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি বলেন, "আমার বাচ্চা, শুধু আমার স্কুলের বাচ্চার কথা বলছি না, যারা এই ধরনের ঘটনার সম্মুখীন হচ্ছো, তারা নিজের গলাটা ছাড়ো। ধর্ষিতা সম্পর্কে আমাদের যে সামাজিক ট্যাবু রয়েছে, সেটাকে ভেঙে বেরিয়ে এসো।''

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola