Law College: কসবাকাণ্ডে পঞ্চম মোবাইল ফোন বাজেয়াপ্ত, খবর পুলিশ সূত্রে

ABP Ananda LIVE: কসবাকাণ্ডে ৪ অভিযুক্ত ছাড়াও পঞ্চম মোবাইল ফোন বাজেয়াপ্ত, খবর পুলিশ সূত্রে। পিনাকী বন্দ্যোপাধ্যায় ছাড়াও, মর্নিং শিফটে থাকা নিরাপত্তারক্ষীরও মোবাইল বাজেয়াপ্ত। ওই নিরাপত্তারক্ষী রাত ৮.২৫ মিনিট নাগাদ ল' কলেজ ছেড়ে বেরোন, খবর সূত্রের। এই ঘটনায় আরও কী কেউ জড়িত? তদন্তে পুলিশ। কসবাকাণ্ডে এখনও পর্যন্ত মোট ১৮ জনের বয়ান রেকর্ড।

 

TMCP করলেই কলেজে চাকরি? কসবার পর এবার কাকদ্বীপ কলেজ! কাকদ্বীপ কলেজেও TMCP নেতা-কর্মীদের অস্থায়ী কর্মী নিয়োগ ঘিরে বিতর্ক। কলেজে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন TMCP-র ৭ নেতা-কর্মী। ২০২২ সালে তৃণমূল ছাত্র পরিষদের ৭ নেতা-কর্মীকে নিয়োগ। নিয়োগের কথা স্বীকার কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার। মন্টুরাম পাখিরা কাকদ্বীপ কলেজের পরিচালন সমিতির চেয়ারম্যান। ন্যাকের মূল্যায়নের জন্য কর্মীর প্রয়োজন ছিল, তাই নিয়োগ, সাফাই মন্টুরামের। পরীক্ষা ছাড়াই নিয়োগের সিদ্ধান্ত নেয় গভর্নিং বডি: মন্টুরাম। প্রত্যেকেই দরিদ্র, অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছে: মন্টুরাম। তাঁর যোগদানের আগেই নিয়োগ, দাবি কাকদ্বীপ কলেজের অধ্যক্ষ শুভঙ্কর চক্রবর্তীর। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola