Kasba News:কুকীর্তির পাহাড়!কসবাকাণ্ডে অভিযুক্ত মনোজিতের বিরুদ্ধে একাধিক অভিযোগ,কার মদতে বাড়বাড়ন্ত?
ABP Ananda LIVE : শ্লীলতাহানি, ধারালো অস্ত্র দিয়ে আঘাত থেকে সিভিক ভলান্টিয়ারকে চড়। একের পর এক মারাত্মক অভিযোগ উঠেছে কসবা গণধর্ষণকাণ্ডে ধৃত মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র বিরুদ্ধে। একাধিকবার জামিন অযোগ্য ধারায় মামলাও হয়েছে। কিন্তু কোনও অদৃশ্য প্রভাবের জোরে প্রত্যেকবারই রেহাই পেয়ে গেছেন মনোজিৎ। কলেজের পড়ুয়া, এমনকী অভিভাবকদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তাঁরা।
আরও খবর...
কসবার সাউথ ক্যালকাটা ল' কলেজে গণধর্ষণ-অভিযোগের জল গড়াল সুপ্রিম কোর্টে
এবার কসবার সাউথ ক্যালকাটা ল' কলেজে গণধর্ষণ-অভিযোগের জল গড়াল সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবিতে আর্জি। নির্যাতিতার পরিবারকে সুরক্ষা ও আর্থিক সাহায্যের দাবি আর্জি দায়ের । আর্জিতে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্রর বিতর্কিত মন্তব্যের উল্লেখ। সুপ্রিম কোর্টে আর্জি দাখিল আইনজীবী সত্যম সিংহর।