Kasba News: লালবাজার থেকে বেরিয়ে কী জানাল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম ? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: লালবাজার থেকে এবার কসবার পথে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম । 'অপরাধীদের কোনওভাবেই ছাড়া হবে না, আশ্বাস দিয়েছেন CP' । বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আশ্বাস পুলিশ কমিশনারের: সূত্র
আরও খবর...
ক্যাম্পাসেই ছাত্রীকে 'গণধর্ষণ', এল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম । লালবাজারে CP-র কাছে বিজেপির ৪ সদস্যের ফ্য়াক্ট ফাইন্ডিং টিম । বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যপাল সিংহ । বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি । দলে আছেন বিজেপি সাংসদ বিপ্লবকুমার দেব. সাংসদ মনন কুমার মিশ্র । প্রতিনিধি দল রিপোর্ট দেবে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে । কোথাও যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না, অভিযোগ বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের
আরও খবর...
সপ্তাহের প্রথম দিন মেট্রোয় ভোগান্তি। জল জমার সমস্যা মেটার পর ২২ মিনিট পর বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ। সকাল ১১টা ২০-তে বেলগাছিয়া স্টেশনে দক্ষিণেশ্বরগামী লাইনে ঝাঁপ দেন এক যুবক। তার জেরে আপাতত নিউ গড়িয়া থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল করছে। এর আগে চাঁদনি চক ও সেন্ট্রাল মেট্রো স্টেশনের মধ্যে আপ ও ডাউন লাইনে জল ঢুকে যাওয়ায় সকাল ৯টা থেকে মেট্রো চলাচল ব্যাহত হয়। নিউ গড়িয়া থেকে ময়দান এবং দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল করছিল।
সকাল ১০টা ৫৮-য় পরিষেবা স্বাভাবিক হওয়ার পর, ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা।