Kasba News: সাউথ ক্যালকাটা ল' কলেজে গভর্নিং বডির বৈঠকে কী কী সিদ্ধান্ত ?

ABP Ananda LIVE : ক্যাম্পাসে ছাত্রীকে 'গণধর্ষণ', ধৃত ৩ জনকে কলেজ থেকে বহিষ্কার। কলেজের অস্থায়ী কর্মীর পদ থেকে বহিষ্কৃত ধৃত মনোজিৎ মিশ্র। সাউথ ক্যালকাটা ল' কলেজে গভর্নিং বডির বৈঠকে সিদ্ধান্ত। 

 

SSC Case: 'কেন নতুন বিধি এনে জটিলতা ?', এবার হাইকোর্টের প্রশ্নের মুখে এসএসসি

নতুন পরীক্ষাবিধি নিয়ে এবার হাইকোর্টের প্রশ্নের মুখে SSC. 'পুরনো বিধি অনুযায়ী নিয়োগের নির্দেশের পরে, কেন নতুন বিধি এনে জটিলতা ?', কমিশনকে প্রশ্ন বিচারপতির। 'চিহ্নিত অযোগ্যদের কেন নতুন নিয়োগে অংশ নিতে বারণ করা হল না ? কেন স্পষ্ট করে দেওয়া হল না ৩০ মে-র নিয়োগ বিজ্ঞপ্তিতে ? সোমবারের মধ্যে জানাতে হবে রাজ্য SSC-কে' , নির্দেশ হাইকোর্টের। SSC-র নতুন নিয়োগ বিধি অনুযায়ী, এবার ৬০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। আগে যা ছিল ৫৫ নম্বরের। নতুন পদ্ধতিতে অ্যাকাডেমিক পারফরম্যান্সের গুরুত্ব হ্রাস করা হয়েছে। শিক্ষাগত যোগ্য়তার জন্য আগে আবেদনকারীরা পেতেন ৩৫। এখন পাবেন ১০। পাশাপাশি, শিক্ষকতার অভিজ্ঞতা ১০ এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য ১০ নম্বর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola