Kasba PS: কসবায় মত্ত বাইক চালকের হাতে আক্রান্ত ২ সিভিক ভলান্টিয়ার, গ্রেফতার অভিযুক্ত।Bangla News
রাতের শহরে মত্ত বাইক চালকের হাতে আক্রান্ত দু’জন সিভিক ভলান্টিয়ার। অভিযোগ, এক সিভিক ভলান্টিয়ারের মুখে ঘুষি মারেন ওই বাইক চালক। আর এক সিভিক ভলান্টিয়ারের গালে কামড়ে দেন। ওই বাইক চালককে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। গতকাল রাত আড়াইটে নাগাদ এই ঘটনা ঘটে কসবা থানা এলাকার নস্করহাটে। পুলিশ সূত্রে দাবি, এক বাইক চালক দৃশ্যতই মত্ত অবস্থায় এক মহিলাকে নিয়ে যাচ্ছিলেন। পুলিশ বাইক থামালে বচসা বেঁধে যায়। তখন পুলিশ কর্মীরা ওই মহিলাকে বাড়িতে পৌঁছে দেন। বাইক চালককে মেডিক্যাল টেস্টের জন্য নিয়ে যাওয়ার চেষ্টা হলে ফের ঝামেলা শুরু হয়। অভিযোগ, তখনই দু’জন সিভিক ভলান্টিয়ারের ওপর হামলা করেন অভিযুক্ত বাইক চালক।
Tags :
Biker Kasba ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Civic Volunteer Attacked Drunken Biker ABP Ananda