Rajdanga Nabo Uday Sangha: কসবার রাজডাঙা নবউদয় সঙ্ঘের পুজোর থিম, 'প্রশ্ন'।এবারে পেল ‘সাম্য ভাবনায় সেরা‘র শিরোপা। Durga Puja 2025

ABP Ananda LIVE : কসবার রাজডাঙা নবউদয় সঙ্ঘ। ৪২ বছরের পুজোর থিম, প্রশ্ন। শিল্পী দেবাশিস বারুই। নারী-পুরুষ ভেদে কাজের শ্রেণিবিন্যাস করা হয়ে থাকে। অথচ নর ও নারী, দু’জনেই সৃষ্টির রূপকার। এবিপি আনন্দর ‘সাম্য ভাবনায় সেরা‘র শিরোপা পেল রাজডাঙা নবউদয় সঙ্ঘ।

আরও পড়ুন...

 ঠাকুর দেখতে রেনকোট পরে রাস্তায় নামল মানুষ, কোথাও বন্ধ হল মণ্ডপ! বৃষ্টিতে কলকাতার ছবিটা ঠিক কেমন ?

এখনও দেরি আছে বোধনের। আগামী রবিবার দেবীর বোধন, নিয়ম মেনে শুরু হবে দুর্গাপুজো। কিন্তু তার আগেই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়ে ভিড়। যদিও বিকেল থেকেই মুখ ভার হতে শুরু করেছিল আকাশের। আজ বৃষ্টির পূর্বাভাসও ছিল শহর জুড়ে, বৃষ্টির পূর্বাভাস ছিল জেলাতেও। জেলার দিকে এখনও তেমন পুজো উদ্বোধন না হলেও, শহরের অধিকাংশ পুজোই উদ্বোধন হয়ে গিয়েছে। ফলে মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়েছেন দর্শকেরা। বৃষ্টি মাথায় নিয়েই চলছে প্যান্ডেল হপিং।

উত্তর থেকে দক্ষিণ, অধিকাংশ বড় পুজোতেই ভিড় জমিয়েছেন মানুষেরা। টালা প্রত্যয় থেকে শুরু করে সন্তোষ মিত্র স্কোয়্যার, শ্রীভূমি স্পোর্টিং.. সব জায়গাতেই দর্শকদের উল্লেখযোগ্য ভিড় চোখে পড়ছে। টালা প্রত্যয়ে এবার মাটির গল্প, বীজের কথা তুলে ধরেছেন কর্মকর্তারা। অন্যদিকে শ্রীভূমি স্পোর্টিংয়ের মণ্ডপে তুলে ধরা হয়েছে নারায়ণ স্বামী মন্দিরকে। অন্যদিকে, সন্তোষ মিত্র স্কোয়্যারে এবারের থিম হল 'অপারেশন সিঁদুর'। আগামীকাল এই পুজো উদ্বোধন করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কিন্তু তার আগেই মণ্ডপে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। লাইন দিয়ে তাঁরা মণ্ডপ দর্শন করছেন। বৃষ্টির মধ্যেও চালু রয়েছে মণ্ডপের শো। এখানে AI দিয়ে অপারেশন সিঁদুরের একটি ভিডিও তৈরি করা হয়েছে। সেই ভিডিও ও দেখানো হচ্ছে মণ্ডপের গায়ে। আর দর্শকেরাও লাইন দিয়ে প্রতিমা দর্শন করছেন। তবে আপাতত বৃষ্টির জেরে সাময়িকভাবে বন্ধ রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপ

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola