Kashipur Incident: 'যদি কোনও অন্যায় কাজ হয়ে থাকে তার দায়ভার রানাকে নিতে হবে..', কী মন্তব্য অতীনের ?
ABP Ananda LIVE: এবার কাশীপুরে তোলাবাজদের তাণ্ডবের শিকার প্রোমোটার। মধ্যরাতে কাশীপুরে প্রোমোটারের অফিসে ঢুকে তৃণমূলকর্মীর তাণ্ডব। মধ্যরাতে হামলা, প্রোমোটারকে এলোপাথাড়ি মার, অফিস ভেঙে চুরমার। খবর সম্প্রচারের পরেই ২জন গ্রেফতার। গ্রেফতার জীতেন কুমার পাল, কানওয়ালজিৎ ওরফে কানু। মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল ওরফে রানা এখনও অধরা। কাশীপুরে প্রোমোটারের থেকে ৫ লক্ষ টাকা চেয়ে 'চাপ'। টাকা না দেওয়ায় প্রোমোটারের অফিসে ঢুকে হামলার অভিযোগ। অফিসে ঢুকে চড়াও হয়ে প্রোমোটারকে বেধড়ক মারধর। মারধরে জড়িত মূল অভিযুক্তর অভিজিৎ মণ্ডল ওরফে রানা। এই ব্যক্তি জয়ন্ত সিংহ এবং বিধায়ক অতীন ঘোষের লোক বলে পরিচয় দিয়েছিল অভিযুক্ত রানা, দাবি আক্রান্তের।
পুলিশের মারে মৃত্যুর অভিযোগ, হাইকোর্টের নির্দেশে ফের ময়নাতদন্ত। ঢোলাঘাট থেকে এল মৃতদেহ, এসএসকেএমে দ্বিতীয়বার ময়নাতদন্ত। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে দেহ তুলে ফের ময়নাতদন্ত। নিহতের বাবার উপস্থিতিতে এসএসকেএমে দ্বিতীয়বার ময়নাতদন্ত। জুডিশিয়ার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এসএসকেএমে ফের ময়নাতদন্ত।