Kashipur: টাকা না দেওয়ায় প্রোমোটারের অফিসে ঢুকে হামলার অভিযোগ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: এবার কাশীপুরে তোলাবাজদের তাণ্ডবের শিকার প্রোমোটার। মধ্যরাতে কাশীপুরে প্রোমোটারের অফিসে ঢুকে তৃণমূলকর্মীর তাণ্ডব। মধ্যরাতে হামলা, প্রোমোটারকে এলোপাথাড়ি মার, অফিস ভেঙে চুরমার। খবর সম্প্রচারের পরেই ২জন গ্রেফতার। গ্রেফতার জীতেন কুমার পাল, কানওয়ালজিৎ ওরফে কানু। মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল ওরফে রানা এখনও অধরা। কাশীপুরে প্রোমোটারের থেকে ৫ লক্ষ টাকা চেয়ে 'চাপ'। টাকা না দেওয়ায় প্রোমোটারের অফিসে ঢুকে হামলার অভিযোগ। । মারধরে জড়িত মূল অভিযুক্তর অভিজিৎ মণ্ডল ওরফে রানা। এই ব্যক্তি জয়ন্ত সিংহ এবং বিধায়ক অতীন ঘোষের লোক বলে পরিচয় দিয়েছিল অভিযুক্ত রানা, দাবি আক্রান্তের।
আরও খবর...
চা খেয়ে দাম না দেওয়ার অভিযোগ এবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের ব্লক প্রশাসনের বিরুদ্ধে। বকেয়া প্রায় ১৪ হাজার টাকা পেতে গেলে দেখাতে হবে দোকানের জায়গার দলিল, বিডিওর নাকি এমনই নিদান। অভিযোগ করছেন প্রৌঢ় চা দোকানদার। অভিযোগ অস্বীকার করে পাল্টা বিডিওর দাবি, অতিরিক্ত দাম ধরে বিল করায় এই বিপত্তি। পদক্ষেপের আশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতির। কটাক্ষ বিরোধী শিবিরের।
মানিকতলায় জয়ী তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। পরাজিত বিজেপির কল্যাণ চৌবে। আর আজ গণনার মধ্যেই দেখা গেল সংঘাতের ছবি। সব শেষে অবশ্য সৌজন্যের ছবি ধরা পড়ল ক্যামেরায়। বিজেপি প্রার্থী কল্যাণ চৌবকে হাতজোড় করে নমস্কার করলেন সুপ্তি পাণ্ডে।