Kashipur News: কাশীপুরে তোলাবাজির ঘটনায় অভিযুক্ত TMC কর্মী! কী প্রতিক্রিয়া শমীক ভট্টাচার্যর?
ABP Ananda Live: ভিনরাজ্যে পালানোর ছক কষেছিল কাশীপুরে তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল কর্মী। অভিজিৎ মণ্ডল ওরফে রানাকে খড়গপুর থেকে গ্রেফতার করল পুলিশ। প্রোমোটারকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ৩। খবর সম্প্রচারের পরই ২ জনকে গ্রেফতার করে পুলিশ। কাশীপুরে তোলা চেয়ে প্রোমোটারের উপর হামলায় ধৃতের সংখ্যা বেড়ে ৬। কাশীপুরে প্রোমোটারের থেকে ৫ লক্ষ টাকা চেয়ে 'চাপ' । টাকা না দেওয়ায় প্রোমোটারের অফিসে ঢুকে হামলার অভিযোগ । অফিসে ঢুকে চড়াও হয়ে প্রোমোটারকে বেধড়ক মারধর । প্রোমোটারকে এলোপাথাড়ি মার, অফিস ভেঙে চুরমার । মারধরে জড়িত মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল ওরফে রানা, দাবি আক্রান্তের । জয়ন্ত সিংহ এবং বিধায়ক অতীন ঘোষের লোক বলে পরিচয় দিয়েছিল অভিযুক্ত রানা, দাবি আক্রান্তের। 'অভিজিৎ মণ্ডল শিক্ষিত, বুদ্ধিমান ছেলে, পরিচিত তৃণমূলকর্মী' । প্রোমোটারের উপর হামলায় অভিযুক্তকে সার্টিফিকেট অতীনের । অপরাধ করলে ওকেই দায় নিতে হবে বলে দাবি অতীন ঘোষের।