Katwa Covid Vaccination: রাতভর লাইনে দাঁড়িয়েও 'মিলছে না টিকা', কাটোয়ায় ভ্যাকসিন নিয়ে হাহাকার

ভ্যাকসিন হয়রানির পাশাপাশি এবার নিরাপত্তাহীনতার অভিযোগ। কাটোয়া পুরসভার স্বাস্থ্য কেন্দ্রে গতকাল থেকেই লম্বা লাইন। ফাঁকা মাঠ অথবা পুকুর পাড়ে বসে রাত জেগে লাইনে মহিলারাও। অভিযোগ পুরসভার তরফে পানীয় জল অথবা শৌচাগারের ব্যবস্থা করা হয়নি। এছাড়া ভ্যাকসিন হয়রানিরও অভিযোগ উঠেছে। অনেকেরই দাবি, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মিলছে না ভ্যাকসিন। এর পাশাপাশি প্রভাব খাটিয়ে কেউ কেউ পুরসভার থেকে ভ্যাকসিন পেয়েও যাচ্ছেন বলে অভিযোগ। এনিয়ে পুরসভার প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

এদিকে কোচবিহারের মাথাভাঙায় গরু পাচারকারী বিএসএফ (BSF) সংঘর্ষ। বিএসএফ-এর গুলিতে মৃত্যু এক গরু পাচারকারীর। সংঘর্ষে আহত এক বিএসএফ জওয়ানও। ধারাল অস্ত্র নিয়ে হামলা পাচারকারীদের, তখন গুলি, দাবি বিএসএফের। 

অন্যদিকে দেবাঞ্জন মামলায় তথ্য চেয়ে পাঠাল ইডি। ক’টি এফআইআর দায়ের হয়েছে দেবাঞ্জনের নামে? জানতে চাইতে চাইল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে (Fake Vaccination) পুলিশের জালে দেবাঞ্জন দেবের (Debanjan Deb) আরও ২ সহযোগী। ধৃতদের মধ্যে রয়েছেন দেবাঞ্জনের খুড়তুতো দাদা কাঞ্চন দেব। পুলিশের দাবি, নাকতলার বাসিন্দা কাঞ্চন ছিলেন দেবাঞ্জনের অফিসের সেকেন্ড-ইন-কম্যান্ড। তাঁকে কলকাতা পুরসভার কন্ট্রোলিং অফিসার হিসেবে পরিচয় দেওয়া হত। প্রথম থেকেই তিনি জানতেন দেবাঞ্জন আদতে IAS নন। দেবাঞ্জনের প্রতারণা-কারবারে কাঞ্চনও যুক্ত ছিলেন বলে পুলিশের দাবি। ধৃত শরৎ পাত্র কাজ করতেন তালতলা এলাকার এক চিকিৎসকের চেম্বারে। সেখানেই ইঞ্জেকশন দিতে শিখেছিলেন তিনি। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেবাঞ্জনের ভুয়ো ক্যাম্পে শরৎই দিতেন ভুয়ো ভ্যাকসিন। দাবি পুলিশের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola