Katwa: এজলাস থেকে পালালেও, আইনজীবীর পরামর্শে আদালতে আত্মসমর্পণ করল ধর্ষণ-মামলার আসামি
Continues below advertisement
দোষী সাব্যস্ত হওয়ার পর, এজলাস থেকে পালালেও, আইনজীবীর পরামর্শে আদালতে আত্মসমর্পণ করল ধর্ষণ-মামলার আসামি। আত্মসমর্পণের পর সাজা ঘোষণায় ১০ বছরের কারাদণ্ড হল জিতেন মাঝির। গতকাল কাটোয়া মহকুমা আদালতে ধর্ষণ-মামলায় দোষী সাব্যস্ত হয় জিতেন। এরপর এজলাস থেকেই চম্পট দেয় ওই আসামি। পুলিশ জানিয়েছে, সারারাত শহরের কাছেই এক গ্রামে আত্মীয়ের বাড়িতে লুকিয়েছিল জিতেন। বাড়ির লোক জানতে পেরে আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে। এরপর আইনজীবীর পরামর্শে আজ সকালে পরিবারের সদস্যদের সঙ্গে কাটোয়া আদালতে এসে আত্মসমর্পণ করে ওই আসামি।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live Katwa Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital Districts News ABP Ananda ABP Ananda Bengali News