Kaustav Bagchi: 'মুখ্যমন্ত্রীর রাতের ঘুম কাড়ার আরেকটা ওষুধ আসছে', কীসের ইঙ্গিত কৌস্তভের ?
'থেমে থাকার প্রশ্ন নেই, আন্দোলন আরও তীব্রতর হবে', জামিন পাওয়ার পরদিন সকালে ফের হুঙ্কার কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর। 'মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) অধীর চৌধুরীর কাছে দুঃখপ্রকাশ করলে, পা ধরে ক্ষমা চাইব', মন্তব্য কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীর (Kaustav Bagchi)