KBC Amitabh Bachhan: KBC হট সিটে আলোলিকা, কোন রসায়নে Big B-র মন ছুঁলেন বাঙালি গৃহবধূ

ABP LIVE Exclusive: দীর্ঘ আঠারো বছরের লাগাতার চেষ্টায়, বুদ্ধির জোরে, অমিতাভ বচ্চনের উল্টোদিকে, কেবিসির হট সিটে বসলেন। জমিয়ে খেললেন কুইজ শো। সেই সঙ্গে প্রাণখোলা হাসি আর সারল্যে মন জয় করলেন স্বয়ং শাহেনশার। এখন তিনি গোটা দেশে ভাইরাল, 'তারকা'। গৃহবধূ হয়ে 'KBC'-তে প্রবেশ করেছিলেন আলোলিকা ভট্টাচার্য গুহ (Alolika Bhattacharjee Guha), হট সিট ছাড়লেন 'লাখপতি' হয়ে। কেমন ছিল সেই অভিজ্ঞতা? হাসি মজা গল্পে এবিপি লাইভের সঙ্গে একান্ত আড্ডায় মাতলেন আলোলিকা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola