Kedarnath News: কেদারনাথে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা, খারাপ আবহাওয়ায় বেসামাল হেলিকপ্টার | ABP Ananda LIVE

ABP Ananda Live: কেদারনাথে (Kedarnath) বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। খারাপ আবহাওয়ায় বেসামাল হেলিকপ্টার। ৭ যাত্রীকে নিয়ে বেসামাল কপ্টার। নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের সামনে অবতরণের আগে আকাশে ঘুরতে থাকে কপ্টার। নির্দিষ্ট অবতরণের জায়গা থেকে এক কিলোমিটার আগে জরুরি অবতরণ কপ্টারের। ভাগ্যক্রমে বাঁচলেন হেলিকপ্টারের মধ্যে থাকা তীর্থযাত্রীরা।

অন্যদিকে, ৪ জুন, লোকসভা ভোটের গণনার দিন গন্ডগোলের আশঙ্কা করে নির্বাচন কমিশনকে (Election Commission) চিঠি অর্জুন সিংহের (Arjun Singh)। তৃণমূলের নেতারা গণনাকেন্দ্রে ঢুকে প্রভাব খাটাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ ব্যারাকপুরের বিদায়ী সাংসদের। গণনার দিন কাউন্টিং এজেন্ট ছাড়া আর কেউ যাতে গণনাকেন্দ্রে ঢুকতে না পারেন, তা সুনিশ্চিত করুক কমিশন, দাবি অর্জুনের। হতাশা থেকেই এই ধরনের কথা, পাল্টা দাবি করেছে তৃণমূল কংগ্রেস।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola