Bangladesh News: জেল থেকেই ABT-র মডিউলে সক্রিয় খাগড়াগড়ের বন্দি JMB জঙ্গি ! | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আনসারুল্লা বাংলার সক্রিয়তার নেপথ্যে খাগড়াগড়ের জেলবন্দি! জেল থেকেই ABT-র মডিউলে সক্রিয় খাগড়াগড়ের বন্দি JMB জঙ্গি! আনসারুল্লা বাংলার অস্ত্র-বিস্ফোরক জোগাড়ের নেপথ্যেও জেলবন্দি! বাংলা-অসম-কেরলে জঙ্গি গ্রেফতারে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য: সূত্র । খাগড়াগড় বিস্ফোরণে সাজাপ্রাপ্ত বন্দি তারিকুল ইসলাম । জেল থেকেই ABT-র সক্রিয়তার নেপথ্যে তারিকুল, সন্দেহ গোয়েন্দাদের ।জঙ্গি যোগের অভিযোগে অসম থেকে গ্রেফতার নুর ইসলাম মণ্ডল । একবার নয় ২-৩বার ফালাকাটায় গিয়ে বৈঠক করেছিল নুর ইসলাম মণ্ডল । কাদের সঙ্গে কী উদ্দেশ্যে আলিপুরদুয়ারে গিয়ে বৈঠক? খুঁজছেন তদন্তকারীরা: সূত্র
আরও খবর...
তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে রণক্ষেত্র ভাঙড়। আরাবুল ইসলামের পতাকা তোলাকে কেন্দ্র করে রণক্ষেত্র এলাকা। ফেরার পথে হামলার অভিযোগ। আরাবুল সঙ্গীর গাড়িতে ছোড়া হল কংক্রিটের চাঁই।
তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কম্বল বিলি ঘিরে মালদায় চূড়ান্ত বিশৃঙ্খলা । কম্বল বিলি আর খিচুড়ি খাওয়া নিয়ে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি । হুড়োহুড়িতে ভেঙে পড়ল ইটের দেওয়াল, ৭জন আহত । হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটায় দেড় হাজার কম্বল বিলির আয়োজন তৃণমূলের । কম্বল বিলির সময় চূড়ান্ত বিশৃঙ্খলা, হুড়োহুড়িতে ৫ মহিলা-সহ আহত ৭ । ভিড় মোকাবিলায় অব্যবস্থার অভিযোগ, এখনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের