Khaibar Pass 2022: বাঙালিয়ানার সঙ্গে ফিউশনের মেলবন্ধন, 'এবিপি আনন্দ খাইবার পাস'-এ এসে মুগ্ধ ক্রেতারা | Bangla News


'এবিপি আনন্দ খাইবার পাস' কেবল খাওয়ার উৎসব নয়, এই এবিপি আনন্দর এই আয়োজনে মুড়ে রয়েছে বাঙালিয়ানা। সাউথ সিটি মলের কাছে ইইডিএফ মাঠ অর্থাৎ তালতলা গ্রাউন্ডে আয়োজিত 'খাইবার পাস' চলবে ৬ মার্চ পর্যন্ত। রকমারি খাবারের পসরা নিয়ে 'এবিপি আনন্দ খাইবার পাস' -এ হাজির রাজ্যের বিভিন্ন প্রান্তের রেস্তোরাঁ সহ একাধিক নামী মিষ্টি ও আইসক্রিম প্রস্তুতকারক সংস্থা। প্রথমদিন সন্ধে নামতেই মানুষের ঢল নামল মাঠে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola