Khaibar Pass 2023 : বাঙালির হারিয়ে যাওয়া খাবারের সম্ভার নিয়ে খাইবার পাসে আসছে 'ভূতের রাজা দিল বর'
ভোজনরসিকদের জন্য সুখবর। সম্পূর্ণ বাঙালি ঘরানার রেসিপি এবং মা-মাসিদের হাতে তৈরি পুরনো রান্না যা সচরাচর রেস্তোরাঁয়া পাওয়া যায় না, সেইসব আইটেমের সম্ভার নিয়ে এবার তালতলা ইইডিএফ মাঠে এবিপি আনন্দের খাইবার পাসে হাজির হচ্ছে 'ভূতের রাজা দিল বর'।