Kharagpur BJP: এবার প্রার্থী নিয়ে অসন্তোষ BJP-তে, টিকিট না পেয়ে আহ্বায়কের বাড়িতে ভাঙচুর দলীয় কর্মীদের | Bangla News

জেলায় জেলায় পুরভোটের (Municipal Election) প্রার্থী তালিকা পাঠানোর পরই এবার বিজেপির (BJP) অন্দরেও শুরু হয়েছে বিক্ষোভ। টিকিট না পেয়ে খড়গপুর পুরভোটে বিজেপির আহ্বায়ক তুষার মুখোপাধ্যায়ের (Tushar Mukherjee) বাড়িতে বিজেপির বিক্ষুব্ধ একদল কর্মী সমর্থক হামলা চালায় বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয় বাড়ির সামনে থাকা গাড়ির কাচ। জানলার কাচও ভাঙা হয়। খবর পেয়ে গতকাল রাতেই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তুষার মুখোপাধ্যায়ের দাবি, ঘটনার কথা দিলীপ ঘোষকে (Dilip Ghosh) জানানো হয়েছে। হামলার ঘটনা বরদাস্ত করা হবে না।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola