New Year 2022: ওমিক্রন-উদ্বেগের মধ্যেই বক্স বাজিয়ে বর্ষবরণ, মহকুমা শাসকের নেতৃত্বে বন্ধ অনুষ্ঠান| Bangla News

Continues below advertisement

করোনা-ওমিক্রন-উদ্বেগের (Omicron) মধ্যেও খড়গপুর শহরের বিভিন্ন জায়গায় সাউন্ড বক্স বাজিয়ে বর্ষবরণের (New Year 2022) অনুষ্ঠান। মহকুমা শাসকের নেতৃত্বে অভিযান। বন্ধ করা হল অনুষ্ঠান। কেন্দ্র ও রাজ্যের তরফে তৃতীয় ঢেউয়ের (Third Wave) সতর্কতা থাকা সত্ত্বেও গতকাল খড়গপুর (Kharagpur) শহরের বিভিন্ন রেস্তোরাঁ, হোটেল, আবাসনে চলছিল বর্ষবরণের অনুষ্ঠান। কোভিড বিধি মানা হচ্ছে কি না দেখতে মহকুমা শাসকের নেতৃত্বে অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে খবর, একাধিক জায়গায় বিনা অনুমতিতে সাউন্ড বক্স বাজিয়ে চলছিল অনুষ্ঠান। কাউকে গ্রেফতার অথবা আটক করা না হলেও, কোভিড বিধি না মানায়, প্রশাসনের তরফে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram