Kharagpur: পুলিশের গাড়ির ধাক্কায় আহত ৩, উত্তপ্ত খড়গপুর | Bangla News

Continues below advertisement

পুলিশের গাড়ির ধাক্কায় ৩জনের আহত হওয়ার ঘটনাকে ঘিরে উত্তপ্ত খড়গপুর। খড়গপুরের পুরাতন বাজারে এদিন সন্ধ্যায় পরপর একটি বাইক, অটোয় ধাক্কা মারে খড়গপুর টাউন থানার একটি গাড়ি। আহত হন ২জন পথচারীও। এরপরেই ক্ষিপ্ত জনতা পুলিশের গাড়ি থেকে চালককে নামিয়ে মারধর করেন। পরে পুলিশকর্মীরা উদ্ধার করেন চালককে। আহতদের ভর্তি করা হয়েছে খড়গপুর হাসপাতালে। খবর পেয়েই ঘটনাস্থলে যান এসডিপিও, খড়গপুর টাউন থানার আইসি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram