I.N.D.I.A Alliance:‘অধীর সিদ্ধান্ত নেওয়ার কেউ নন, না পোষালে বেরিয়ে যেতে পারেন’, কড়া বার্তা খড়্গের | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: ইন্ডিয়া জোট ইস্যুতে মমতার পাশে খাড়গে, কড়া বার্তা অধীরকে। 'অধীর চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ না, আমরা যে সিদ্ধান্ত নেব, না মানলে বেরিয়ে যেতে হবে', অধীরে 'খড়গহস্ত' খাড়গে । মহারাষ্ট্রে 'মহা আঘাডি জোটে'র বৈঠকে উদ্ধব ঠাকরে এবং শরদ পওয়ারের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন খড়্গে। সেখানে সম্প্রতি মমতার উদ্দেশে অধীরের করা মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হলে খড়্গে বলেন, "মমতাজি প্রথমে বাইরে থেকে সমর্থনের কথা বলেছিলেন...অনেক দলই বাইরে থেকে সমর্থন করে। ইউপিএ আমলে কমিউনিস্টরাও বাইরে থেকে সমর্থন জানিয়েছিলেন। সম্প্রতি মমতাজি আবারও বলেছেন যে সরকার গঠন হলে, I.N.D.I.A-র সরকারে শামিল হবেন উনি। অর্থাৎ উনি জোটেই রয়েছেন।" (Kharge on Adhir)অধীরকে নিয়ে খড়্গে বলেন, "অধীররঞ্জন চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নন। সিদ্ধান্ত নেওয়ার জন্য কংগ্রেস হাইকম্যান্ড রয়েছে, সেই সিদ্ধান্তও কার্যকর হবে। হাইকম্যান্ডের সিদ্ধান্তই সকলকে মানতে হবে। কেউ যদি তা মানতে না চান, তাহলে তাঁকে বেরিয়ে যেতে হবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram