Khejuri News: খেজুরিতে জোড়ামৃত্যু, প্রতিবাদে আজ খেজুরিতে বন‍ধ

ABP Ananda LIVE : খেজুরিতে জোড়ামৃত্যু, প্রতিবাদে আজ খেজুরিতে বন‍ধ। খেজুরিতে ১২ ঘণ্টার বন‍্ধের ডাক শুভেন্দু অধিকারীর। সকাল থেকে বন্ধ দোকানপাট, খেজুরির বিভিন্ন এলাকায় পুলিশি টহল। জোর করে বন‍্ধ পালন করানোর অভিযোগে গ্রেফতার ৮। জোড়ামৃত্যুর প্রতিবাদে আজ খেজুরিতে পদযাত্রা করবেন বিরোধী দলনেতা। 

 

পুরনো শত্রুতার জেরে বন্ধুর হাতে বন্ধু খুন। রবিবার রাতে ঘটনাটি ঘটে শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানার অন্তর্গত নস্কর পাড়ায়। পুলিশ সূত্রে খবর এদিন চার বন্ধু খানাপিনার পর নস্কর পাড়ায় পুরনো একটি ঝামেলা নিয়ে নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে। শুভজিৎ মাইতি নামে এক যুবক ক্যারি রোডের বাসিন্দা শেখ সাহেব (২৩) কে প্রচন্ড জোরে মুখে ঘুষি মারে। শেখ সাহেব রাস্তায় পড়ে গেলে মাথায় রক্তক্ষরণের কারণে গুরুতর চোট পায়। বন্ধুরা এবং স্থানীয় বাসিন্দারা তাকে আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে  চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola