Khoborer 7-5 Segment 2: দু'বছর ধরে IS-এর সঙ্গে যোগাযোগ! ধৃত দুই সন্দেহভাজনকে জেরা করে মিলল তথ্য

কলকাতায় জঙ্গি সন্দেহে ধৃত ২জনের বিষয়ে খোঁজ নিচ্ছে এনআইএ, খবর সূত্রের।  ধৃত দুই সন্দেহভাজন আইএস জঙ্গিকে জেরা করে মিলল চাঞ্চল্যকর তথ্য। STF সূত্রে জানা গেছে, ২ বছর ধরে জঙ্গি সংগঠন ISIS-এর সঙ্গে যোগ রয়েছে মহম্মদ সাদ্দাম ওরফে সাদ্দাম মল্লিকের। বেসরকারি সংস্থা থেকে চাকরি চলে যাওয়ার পর, সাদ্দাম বাড়িতে জানায়, তার ওয়ার্ক-ফ্রম-হোম চলছে।

কাটোয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই বাস। বাস দুর্ঘটনায় মৃত ১, আহত বেশ কয়েকজন শিশু-সহ ৫০ জন যাত্রী। কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি আহতরা। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola