Khoborer Sat Panch (Seg-B) : বেলেঘাটাকাণ্ডে এখনও অধরা মূল অভিযুক্ত রাজু নস্কর

এলাকা দখল ঘিরে বেলেঘাটাকাণ্ডে এখনও অধরা মূল অভিযুক্ত রাজু নস্কর। বেলেঘাটায় গুলি চালানোর অভিযোগ ওঠে, ৫ দিন পেরিয়ে গেলেও এখনও পলাতক রাজু নস্কর। গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূল নেতা রাজু নস্করের বিরুদ্ধে। 'তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যদি ব্যবস্থা নিত, তাহলে এমন ঘটনা ঘটত না', দাবি রাজু নস্করের ছেলের। 'গোটা বিষয় জানানো হয়েছিল উচ্চ নেতৃত্বকে', দাবি রাজু নস্করের ছেলের। 'অফিস থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার ষড়যন্ত্র', দাবি রাজু নস্করের ছেলে স্বরাজ নস্করের। 'কাউন্সলর ঘনিষ্ঠ উত্তর কলকাতার যুব তৃণমূলের ভাইস প্রেসিডেন্টের জন্যই অশান্তি', দাবি রাজু নস্করের ছেলের। দল পাশে ছিল, এখনও আছে, দাবি রাজুর ছেলের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola