Kidney Transplant : কলকাতায় HIV আক্রান্তের কিডনি প্রতিস্থাপন, ঘানা থেকে আসা রোগীর আরএন টেগোর হাসপাতালে
একে HIV আক্রান্ত, তার ওপর দাতার সঙ্গে মিল নেই রক্তের গ্রুপের। ঘানা থেকে আসা এমনই এক রোগীর শরীরে কিডনি প্রতিস্থাপিত হল আরএন টেগোর হাসপাতালে। বিরল ও জটিল অস্ত্রোপচার সফল হয়েছে, সুস্থ আছেন রোগী, দাবি চিকিত্সকদের।