Kids Drum Festival: লিটল চ্য়াম্পদের নিয়ে সোদপুরে আয়োজিত হল কিডস ড্রাম ফেস্টিভ্য়াল, এবছর দ্বিতীয় বছরে পদার্পন
ABP Ananda Live: বয়স যাই হোক না কেন, ড্রাম স্টিক হাতে এলে প্রত্য়েকেই রকস্টার। ছোট ছোট হাতের জাদুতে তারা জানে মঞ্চ মাতাতে।জানে, কীভাবে সুরের তালে কাড়তে হয় নজর। এমনই লিটল চ্য়াম্পদের নিয়ে সোদপুরে আয়োজিত হল কিডস ড্রাম ফেস্টিভ্য়াল। আয়োজনে রিদিম পার্ক অ্য়াকাডেমি। এবছর দ্বিতীয় বছরে পদার্পন করল তাদের এই ফেস্টিভাল। এদিন এই ফেস্টিভালে মোট ৭৮ জন শিশু অংশ নেয়।
বাগুইআটিকাণ্ডে এখনও অধরা 'তোলাবাজ' কাউন্সিলর। আক্রান্ত প্রোমোটারকে ফের হুমকির অভিযোগ। বারাসাত কোর্ট চত্বরে আক্রান্ত প্রোমোটারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বারাসাত থানায় অভিযোগ দায়ের করেছেন প্রোমোটার কিশোর হালদার। তদন্ত শুরু করেছে পুলিশ। গত ১৫ ডিসেম্বর, ২০২৪ তারিখে বাগুইআটিতে আক্রান্ত হন এই প্রোমোটার। এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এখনও অধরা। ২১ দিন পরেও অধরা তিনি। প্রাণনাশের আশঙ্কা আক্রান্ত প্রোমোটার কিশোর হালদারের। গতবছর ডিসেম্বর মাসে দাবি মতো তোলা না দেওয়ায় বন্দুকের বাঁট দিয়ে বাগুইআটির প্রোমোটার কিশোর হালদারের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর দলবলের বিরুদ্ধে। ঘটনার পর তিন সপ্তাহ কাটতে চললেও এখনও অধরা অভিযুক্ত কাউন্সিলর। তাঁর দুই সঙ্গী ধরা পড়েছে পুলিশের হাতে।