Fake Medicine: জাল ওষুধের বাড়বাড়ন্তের জন্য কেন্দ্রের লাইসেন্স বিলিকে দায়ী করলেন কীর্তি আজাদ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: জাল ওষুধের বাড়বাড়ন্তের জন্য কেন্দ্রীয় সরকারের লাইসেন্স বিলিকে দায়ী করলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। সেই সঙ্গে বিস্ফোরক অভিযোগ করে তাঁর দাবি, প্রধানমন্ত্রী জনঔষধি প্রকল্পে যে সব ওষুধ সস্তায় বাজারে উপলব্ধ, তার তিরিশ শতাংশই নকল! যাবতীয় অভিযোগ উড়িয়ে পাল্টা জবাব দিয়েছে বিজেপি।
প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ নিহত চিকিৎসকের বাবা-মা
৭ মাস হয়ে গেছে, কিন্তু এখনও মেয়ের ডেথ সার্টিফিকেট হাতে পাননি আর জি কর হাসপাতালের তরুণীর চিকিৎসকের মা-বাবা। এনিয়ে ফের একবার প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন তাঁরা। আর জি কর হাসপাতাল সূত্রে খবর, বিষয়টি সমাধানের জন্য়, শুক্রবারই স্বাস্থ্য় অধিকর্তাকে চিঠি লিখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার এবিষয়ে জানানো হবে।
ভবানীপুর থেকে আমতা, সরকারি দফতরের অভিযানে জাল ওষুধের গোডাউন তো সামনে আসছে। কিন্তু জাল ওষুধ তৈরি হচ্ছে কোথায়? কোথায় কোথায় গড়ে উঠেছে মারণ ওষুধের কারখানা? রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, এবার তার সন্ধানেই অভিযানে নামতে চলেছে তারা। কোন কোন ডিস্ট্রিবিউটরের কাছে জাল ওষুধ পৌঁছেছে, আমতা থেকে ধৃত ওষুধ ব্যবসায়ীকে জেরা করে তাও জানার চেষ্টা চলছে।