Dev on KK Demise: 'এবার মনে হয় একটু বাড়াবাড়ি হচ্ছে।' কী বললেন দেব?

কেকে-র মৃত্যু নিয়ে এবার মুখ খুললেন দেব। রবিবার তিনি বলেন, 'কেকে-র মৃত্যুর জন্য প্রশাসন বা পুলিশকে দোষ দেওয়া উচিত নয়। তাহলে সব রাজনৈতিক সভাও বন্ধ করা উচিত। কেকে-র মৃত্যু নিয়ে বাড়াবাড়ি হচ্ছে।' মন্তব্য তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, 'গ্রামেগঞ্জে বা কোনও মলে যখন কোনও মিউজিক লঞ্চ হয়, আমার ক্ষেত্রেও, যেভাবে লোকে আসে আমারই ভয় লাগে। কিন্তু এটা একজন শিল্পীর প্রতি তাঁদের ভালবাসা। তাঁকে দেখার তাগিদ, চাহিদা। এটা সরকারের দোষ, এটা পুলিশের দোষ না কি আয়োজকদের দোষ জানি না। আমরা সবসময়েই বলি যে সরকারের দোষ। কিন্তু তা তো আসলে নয়। পুলিশ তো সারাক্ষণ গিয়ে দেখবে না যে কোথায় কত লোক এসেছে। তাহলে তো সব শো বন্ধ করে দিতে হয়। সব রাজনৈতিক সভা বা মিছিল বন্ধ করে দিতে হবে। করোনার সময়ে তো বিধিনিষেধ সত্ত্বেও প্রচুর লোক নিয়ে মিছিল হয়েছে। তাই আমার মনে হয় আওয়াজ তুললে একটামাত্র ঘটনা নিয়ে আওয়াজ তোলা উচিত না। এটা যদি ভুল হয় তাহলে সবকটা ভুল। কিন্তু আগেরগুলো যদি ঠিক হয় তাহলে এবার মনে হয় একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola