Mamata Banerjee : 'কোচ-কামতাপুর ভূখণ্ডে পা রাখলে রক্তগঙ্গা বইবে', মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগে ফের কেএলও প্রধানের পৃথক রাজ্যের দাবি

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগে ফের কেএলও প্রধানের পৃথক রাজ্যের দাবি। কেএলও প্রধান জীবন সিংহর মুখে জন বার্লা, নিশীথ প্রামাণিক, জয়ন্ত রায়ের নাম। ভিডিও বার্তায় ফের পৃথক কোচ-কামতাপুর রাজ্যের দাবিতে সরব জীবন সিংহ। মুখ্যমন্ত্রীকেও সরাসরি হুমকি কেএলও প্রধানের। কোচ-কামতাপুর ভূখণ্ডে পা রাখলে রক্তগঙ্গা বইবে, হুঁশিয়ারি জীবন সিংহর। বিজেপির ইন্ধনেই পৃথক রাজ্যের দাবি কেএলও-র, প্রতিক্রিয়া তৃণমূলের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola