KMC: মধুছন্দা দেবের সঙ্গে সজল ঘোষের 'সৌজন্য সাক্ষাৎ', 'কাজ শিখতে এসেছি', প্রতিক্রিয়া BJP কাউন্সিলরের | Bangla news

কলকাতা পুরসভায় (KMC) শপথ নিলেন ১৮ জন নবনির্বাচিত কাউন্সিলর। যাঁর মধ্যে ৫ জন বাম (Leftfront) ও বিজেপি-র (BJP)। এদিকে শপথ গ্রহণের আগেই ৯২ নম্বর ওয়ার্ডের সিপিআইয়ের (CPI) জয়ী প্রার্থী মধুছন্দা দেবের (Madhuchhanda Deb) সঙ্গে দেখা করেন ৫০ নম্বর ওয়ার্ডের জয়ী প্রার্থী সজল ঘোষ (Sajal Ghosh)। বিরোধী রাজনৈতিক দলের কাউন্সিলরের সঙ্গে সাক্ষাৎ নিয়ে সজলের প্রতিক্রিয়া, বহু আগে থেকেই চেনেন, কাজ শিখতে এসেছেন। শেখাতে আপত্তি নেই, প্রতিক্রিয়া মধুছন্দা দেবের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola