KMC Election Result 2021: ঘোষণা দিনই বলেছিলাম TMC ১৩০-১৩৫টি ওয়ার্ডে জিতবে : অনুব্রত মণ্ডল | Bangla News

Continues below advertisement

কলকাতা পুরভোটে মোট ১৩৪টি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস (TMC), ৩টি ওয়ার্ডে জয়ী বিজেপি, বামেরা দুটি, কংগ্রেস জয়ী দুটি ওয়ার্ডে এবং তিনটি ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থীরা। এই জয় নিয়ে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) বলেন, "যেদিন ঘোষণা হল, সেদিনই বলেছিলাম ১৩০-১৩৫টি ওয়ার্ডে জিতবে। মুখ্যমন্ত্রীকে দেখে কলকাতার মানুষ ভোট দিয়েছেন। ৩৪ বছরের কলকাতার থেকে এখনকার কলকাতার অনেক ফারাক। এরপর বিজেপির (BJP) লজ্জা লাগা দরকার। সিপিএম ও কংগ্রেস জোট করেনি বলে দুটো করে ভোট পেয়েছে, নাহলে সেটাও পেত না।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram