KMC: 'টক টু মেয়র'-এ অভিযোগ, মেয়রের ক্ষোভ প্রকাশের পরই দক্ষিণ সিঁথির নিকাশি ব্যবস্থা পরিদর্শনে পুর-টিম | Bangla News

Continues below advertisement

টক টু মেয়রে বারবার ফোন করে নিকাশি নিয়ে অভিযোগ। মেয়রের (Firhad Hakim) ক্ষোভ প্রকাশের পরেই তত্পর পুরসভা (KMC)। এদিন দক্ষিণ সিঁথির ওই এলাকা পরিদর্শনে যান ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি সেন। ওই এলাকায় শুরু হয়েছে কাজ। শনিবার টক টু মেয়র অনুষ্ঠানে ফোন করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কাছে দক্ষিণ সিঁথি এলাকায় কলকাতা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিব্যেন্দু দত্ত।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram