Firhad Hakim : রাস্তায় রাবিশ বোঝাই লরি, গাড়ি থামালেন ক্ষুব্ধ মেয়র। ABP Ananda Live
রাস্তায় রাবিশ বোঝাই লরি দেখে ক্ষুব্ধ মেয়র
মাঝেরহাট ব্রিজের কাছে রাবিশ বোঝাই লরিটি চোখে পড়ে মেয়রের
লরিটিকে দাঁড় করিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন ট্রাফিক পুলিশকে
বাড়ি ভাঙার রাবিশ যাওয়ার কথা পুরসভার রিসাইক্লিং প্ল্যান্টে, দাবি মেয়রের
দূষণ এবং জলাভূমি ভরাট আটকাতেই এই ব্যবস্থা, জানালেন মেয়র