Book Release: ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বই মেলায় প্রকাশিত হল সুবোধ সরকারের বই

ABP Ananda Live: শুক্রবার ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বই মেলায় প্রকাশিত হল সুবোধ সরকারের লেখা কবিতা, গদ্য় এবং সাক্ষাৎকার সমৃদ্ধ 'বনানী, কবি সুবোধ সরকার সংখ্য়া ২০২৫।' উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু, মুখ্য়মন্ত্রীর মুখ্য় উপদেষ্টা আলাপন বন্দ্য়েোপাধ্য়ায় সহ বিশিষ্টরা।

 

কলকাতায় দু’দিনে ৭ ডিগ্রি নামল পারদ

বিদায় বেলায় শীতের কামড়। কলকাতায় দু’দিনে ৭ ডিগ্রি নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬। রাজ্যজুড়ে সপ্তাহান্তে শীতের আমেজ। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কুয়াশার সতর্কতা রয়েছে। ফের ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। ফলে মঙ্গলবার থেকে বাড়বে তাপমাত্রা। পারদের এই ওঠানামার মধ্যেই আগামী সপ্তাহে শুরু হবে শীতের বিদায় পর্ব। 

 

সোমবার থেকেই ফের শ্যুটিং, জানালেন পরিচালকরা

টেকনিসিয়ান-ডিরেক্টর সংঘাতে অরূপ-ইন্দ্রনীলের দৌত্য, ২দিন পরে  স্টুডিওপাড়ায় কাটছে জট। সোমবার থেকেই ফের শ্যুটিং, জানালেন পরিচালকরা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola