Kolkata: সিন্ডিকেট বিবাদে গুলি রাতের কলকাতায়, তীব্র নিন্দা কাউন্সিলরের। Bangla News
সিন্ডিকেট-বিবাদে রাতের কলকাতায় গুলি চলার অভিযোগ। জখম মূক ও বধির এক ব্যক্তি। এন্টালি থানা এলাকার পটারি রোডের ঘটনা। আহত রতন সাধুখাঁকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। ‘২ তৃণমূল কর্মীর মধ্যে সিন্ডিকেট বিবাদের জের’। অভিযোগ আহত রতন সাধুখাঁর পরিবার ও স্থানীয়দের এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি, তাঁর জায়গায় অন্য একজনের গায়ে গুলি। ঘটনার তীব্র নিন্দা স্থানীয় কাউন্সিলরের।
Tags :
Firing Bangla News Bangla News Live Bengali News TMC ABP Ananda LIVE Kolkata ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News