Anandapur Fire : মৃত্য়ুপুরী আনন্দপুর, নাজিরাবাদে ২ টি গুদামে ভয়াবহ আগুন, মৃত ৮

Continues below advertisement

ABP Ananda LIVE : আগুন লেগেছিল সেই গতকাল ভোর রাত তিনটে নাগাদ আর তারপর এখনো কিন্তু ধিকি ধিকি আগুন জ্বলছে। আনন্দপুর একেবারে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ঝলসানো আটটি দেহাংশ ইতিমধ্যেই উদ্ধার হয়েছে কিন্তু প্রশ্ন এখনো থেকে যাচ্ছে কারণ বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।। আমি প্রথমে জিলমের কাছে চলে যাব। দমকল কর্মীরা এখনো কাজ চালিয়ে যাচ্ছেন। আগুন একাংশে পুরোপুরি নিয়ন্ত্রিত হয়েছে তবে কিছু কিছু অংশে পকেট ফায়ার রয়ে গিয়েছে।  যেখানে বহু মানুষ এখানে কাজ করতেন এবং এই ভোর রাতে আগুন লাগার পর তারা আদৌ বেরোতে পেরেছেন কি না তা নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে। এখান থেকেই আটজনের দেহাংশ বেরিয়েছে তেমনটাই জানা যাচ্ছে পুলিশ মারফত এবং যে আগুন লেগেছিল তার ভয়াবহতা এই মুহূর্তে যে ভবন সেই গোদাম তার লাগোয়া যে বিল্ডিং তার রুমের পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে। একদম পুড়ে খাক হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ কি পরিমাণ আগুনের যে উত্তাপ কি পরিমাণ এখানে ধ্বংসলীলা চলেছে। ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে। আজকে ভোর বেলা হয়েছে ভোর বেলা থেকে আমরা এই দৃশ্য দেখছি। দমকলের কর্মীরা তারা কাজ করছেন তবে এই অংশে আগুন পুরোপুরি নিয়ন্ত্রিত। নতুন করে আগুন লাগার কোন গন্ডগোল নেই কোন সম্ভাবনা নেই। তবে কি পরিমাণ ধ্বংস হয়েছে দৃশ্য দেখতে পাচ্ছ ডেকোরেটরের সামগ্রী ছিল এবং সেই ডেকোরেটরের সামগ্রীগুলো যেভাবে ছিল তাতে আগুন দাউ-দাউ করে লেগেছে এবং অতি দাহ্য পদার্থ ছিল। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola