Anandapur News: ঝোপের মধ্যে পড়ে দেহ, মহিলার মৃত্যুতে চাঞ্চল্য আনন্দপুরে। ABP Ananda Live
সাতসকালে আনন্দপুরে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় মহিলার রক্তাক্ত দেহ। স্থানীয়দের অনুমান, অন্য়ত্র খুন করে দেহ এখানে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। আজ সকালে স্থানীয়রাই প্রথম ইএম বাইপাস থেকে চিনা মন্দির যাওয়ার রাস্তায় ঝোপের মধ্যে মহিলার দেহ পড়ে থাকতে দেখতে পান। মাথা-সহ দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পরে আনন্দপুর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে।
এদিকে মৃতদেহ নিয়ে ব্যবসা থেকে বেআইনি আর্থিক লেনদেন। আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে সরব হয়েছিলেন ওই হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। কিন্তু, তাঁর দাবি, গতকাল রাতে অভিযোগ জানাতে, আইনজীবীকে নিয়ে টালা থানায় গেলেও, পুলিশ FIR করেনি। অভিযোগ, পুলিশ জানায়, যেহেতু আর জি কর মেডিক্যালে আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যেই SIT গঠন করেছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর, তাই এখন FIR করা যাবে না, শুধুমাত্র লিখিত অভিযোগ নেওয়া হয়। বিষয়টি নিয়ে হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর জি কর মেডিক্যালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।