App Cab Molestation: কলকাতায় অ্য়াপ ক্য়াব চালকের বিরুদ্ধে মহিলা যাত্রীর সঙ্গে অভব্য় আচরণের অভিযোগ

ABP Ananda LIVE: কলকাতায় (Kolkata) ফের অ্য়াপ ক্য়াব চালকের বিরুদ্ধে মহিলা যাত্রীর সঙ্গে অভব্য় আচরণের ( Misbehavior) অভিযোগ উঠল। প্রতিবাদ করলে অভিযোগকারিণীর দাদাকে মারধর করা হয় বলেও অভিযোগ। আমহার্স্ট স্ট্রিট (Amherst Street) থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, রাস্তার সিসি ক্য়ামেরার (CCTV) ফুটেজে দেখা গেছে ক্য়াব চালককেও মারধর করা হয়। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola