Alipur Zoo: ৩৪ বছরে পা বাবুর, কেক কেটে এলাহি আয়োজন। Bangla News
৩৪ বছরে পা দিল বাবু। জন্মদিনে এলাহি আয়োজন আলিপুর চিড়িয়াখানায়। কেক কেটে উত্সব পালন। কেক কাটার পর এনক্লোজারে ছেড়ে দেওয়া হয় শিম্পাজি বাবুকে। পছন্দের ফল পেয়ে রাজকীয় মেজাজে ছিল বাবু। দর্শকদের লক্ষ্য করে ফলও ছোড়ে। বাবুকে দত্তক নেওয়ায় তার জন্মদিনে চিড়িয়াখানায় হাজির ছিলেন অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত ও অভিনেতা সপ্তর্ষি মৌলিক। ১৯৯৮ সালে চেন্নাইয়ের অরিগনার আন্না জুলজিক্যাল পার্ক থেকে আলিপুর চিড়িয়াখানায় আনা হয় ১০ বছরের বাবুকে।
Tags :
Bangla News Bangla News Live Alipur Zoo Bengali News ABP Ananda LIVE Kolkata ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News