Bad Road Condition : কঙ্কালসার রাস্তা কলকাতার দিকে-দিকে, প্রাণের ঝুঁকি নিয়েই যাতায়াত নিত্যযাত্রীদের

ABP Ananda LIVE :হাইল্যান্ড পার্কের সামনে বাইপাসের চেহারাও কঙ্কালসার। কোথাও পিচ উঠে গিয়েছে। কোথাও বেরিয়ে গিয়েছে রাস্তার ইট। কোথাও বা গর্তে জমে রয়েছে জল। বাইপাসের উপর একাধিক গর্ত দেখা দিয়েছে। সেখানে জমেছে জল। স্বভাবতই এমন বেহাল রাস্তায় গাড়ি চলছে ধীর গতিতে। ১০-১২ দিন আগে এই রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছিল। মাঝে বৃষ্টিতে বন্ধ হয়ে যায় কাজ। বর্তমানে বৃষ্টির দাপট কিছুটা কমলেও রাস্তা মেরামতের কাজ এখনও শুরু করা যায়নি। হাইল্যান্ডের পার্কের সামনের অত্যন্ত ব্যস্ত রাস্তার অবস্থা একেবারেই বেহাল। শহরের আর একটি গুরুত্বপূর্ণ এলাকা কামালগাজি। অতীব ব্যস্ত রাস্তা এখানে। কামালগাজি মোড়ের রাস্তা খানাখন্দে ভরা। প্রায় একমাস ধরে রাস্তার অবস্থা এমনই। মাঝে মাঝে পুরসভা ইট পেতে দেয়। তবে স্থায়ী মেরামত হয়নি। একাধিক গর্তে জমে রয়েছে জল। এই রাস্তা দিয়ে প্রাণ হাতে করে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola