Kolkata Bad Road Condition: কলকাতার বিভিন্ন রাস্তার হাল কঙ্কালসার । ইএম বাইপাসের উপর বড় বড় গর্ত
ABP Anandav LIVE: বৃষ্টি থামলেও, কমেনি দুর্ভোগ । কলকাতার বিভিন্ন রাস্তার হাল কঙ্কালসার । উত্তর থেকে দক্ষিণ, পথে নামলেই যন্ত্রণায় পথচারীরা । সল্টলেকে রাস্তার হাল বেহাল। হাইল্যান্ড পার্ক এলাকায় ইএম বাইপাসের উপর বড় বড় গর্ত। মোমিনপুর এলাকায় ডায়মন্ড হারবার রোডের হাল বেহাল । কৈখালি এলাকায় ভিআইপি রোডের অবস্থা শোচনীয়
আরও খবর...
ট্রানজিট ফ্লাইট থেকে কলকাতায় ঢোকার অনুমতি না থাকলেও বিমানবন্দর থেকে বেরনোর চেষ্টা বাংলাদেশির। বাধা দেওয়ায় কলকাতা বিমানবন্দরে ভাঙচুর বাংলাদেশি নাগরিকের। সিঙ্গাপুর থেকে বাংলাদেশে যাচ্ছিলেন আশরাফুল হোসেন। বাংলাদেশি নাগরিককে আটক করল সিআইএসএফ। বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশের হাতে তুলে দিল সিআইএসএফ। আশরাফুল হোসেনকে জিজ্ঞাসাবাদ বিধাননগর কমিশনারেটের।
স্টুডিও পাড়ায় অচলাবস্থা কাটাতে আদালতের নির্দেশ মেনে বৈঠক করল ফেডারেশন ও ডিরেক্টর্স গিল্ড। বৈঠকে ইতিবাচক আলোচন হয়েছে বলেই দাবি দু'পক্ষের। পরিস্থিতি কবে স্বাভাবিক হয়, নজর এখন সেদিকেই।