Behala News : বেহালার সখেরবাজারে একটি সংস্থার অফিসে ED-র হানা !
ABP Ananda LIVE: কলকাতা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর-সহ ২২টি জায়গায় ED-র অভিযান। বেহালার সখেরবাজারে জেমস লং সরণিতে অভিযান। কলকাতার রিজেন্ট কলোনিতে অভিযান ED আধিকারিকদের। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর বেশ কয়েকটি জায়গায় চলছে তল্লাশি। বালি খাদান থেকে বেআইনিভাবে বালি পাচার মামলায় চলছে তল্লাশি অভিযান। সখেরবাজারে একটি সংস্থার অফিসে হানা। রিজেন্ট কলোনিতে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার এক কর্মীর বাড়িতে হানা। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ১ এবং ২ নম্বর ব্লকে চলছে অভিযান। ৪-৫টি জায়গায় সুবর্ণরেখা নদীর বালি খাদানে তল্লাশি চলছে। বালি পাচারের টাকা বিমায় বিনিয়োগ করা হয়েছে বলে ED-র অনুমান। ED সূত্রে খবর, ৩ মাস ধরে প্রাথমিক অনুসন্ধান চলছিল, তদন্তে জানা যায়, পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় বালি পাচারের সিন্ডিকেট চলছে।ধীমান চক্রবর্তী জি ডি মাইনিং এর সল্টলেক সেক্টর ফাইভ অফিসে কর্মরত।৩ আধিকারিক বাড়িতে ঢুকেছেন, বাইরে পাহারায় কেন্দ্রীয় বাহিনী।