Kolkata Book Fair 2026: ২২ জানুয়ারি শুরু হতে চলেছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা, এবার থিম কান্ট্রি আর্জেন্তিনা

Continues below advertisement

ABP Ananda LIVE: ২২ জানুয়ারি শুরু হতে চলেছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এবার থিম কান্ট্রি আর্জেন্তিনা। মেলায় থাকবে ছোট-বড় এক হাজারের বেশি স্টল। তবে এবারও কলকাতা বইমেলায় থাকছে না বাংলাদেশ।  এবছর বইমেলা চত্বরে থাকছে মেট্রো রেলের কাউন্টার।  সেখান থেকেই টিকিট কাটতে পারবেন যাত্রীরা।  অন্যদিকে অ্যাপ ক্যাবের ব্যবস্থা রাখা হচ্ছে গিল্ডের তরফ থেকে। 

 

 

মেজাজ হারিয়ে ভাষণের মাঝে গালিগালাজ বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের 

ভাষণের মাঝে মেজাজ হারালেন বিজেপি বিধায়ক। মেজাজ হারিয়ে ভাষণের মাঝে গালিগালাজ স্বপন মজুমদারের। বেফাঁস বিজেপি বিধায়ক, ভাইরাল ভিডিও। 'আগামীদিনে ক্ষমতায় আসছে বিজেপি, উত্তর ২৪ পরগনার দুষ্কৃতীদের তালিকা রয়েছে আমার কাছে'। চাঁদপাড়ায় পথসভা থেকে হুঙ্কার বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়কের। 'আমরা ভয় পাই না', বিধায়কের বক্তৃতার মাঝেই মন্তব্য যুবকের। পাল্টা যুবককে তৃণমূলের দালাল বলে আক্রমণ বিজেপি বিধায়কের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola