Boubazar Incident : বউবাজারের ঘটনায় ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের
Continues below advertisement
Boubazar Incident: বউবাজারে (Kolkata News) তথ্য লুকোতে ফুটেজ ডিলিট! মারধরের পর তথ্যপ্রমাণ লুকোতে ছক। আহত যুবককে ফেলে রেখে লাগোয়া কেকের দোকানের সিসি ক্যামেরার ফুটেজ (CCTV Footage) ডিলিট (Delete) করেন অভিযুক্তরা, অনুমান প্রাথমিক তদন্তে। বউবাজারের ছাত্রাবাসে নারকীয় ঘটনা। গণপিটুনির পিছনে অপরাধী মানসিকতার স্পষ্ট ছবি। মোবাইল চোর সন্দেহে যুবককে এক দল ছাত্রের 'গণপিটুনি'। অন্য দল ছাত্রাবাসের সামনের দোকানে সিসি ক্যামেরার ফুটেজ ডিলিটে তৎপর! ওই ক্যামেরায় ধরা পড়েছিল যুবক ইরশাদকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ছবি। দোকানের সহকর্মীদের জন্য কফি আনতে বাইরে বেরিয়েছিল হতভাগ্য ইরশাদ, খবর সূত্রের। এই ঘটনায় ধৃত অভিযুক্তদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতে (Court) । বউবাজারের (Bowbazar) ঘটনায় ১৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। ABP Ananda Live
Continues below advertisement