Kolkata Building Collapsed: বেআইনি নির্মাণ রুখতে কী করেছে পুরসভা? কোথাও পদক্ষেপ, কোথাও অবহেলা। ABP Ananda Live

কলকাতা পুরসভার (KMC) দাবি গত দেড় বছরে শহরে বেআইনি নির্মাণ (Illegal Construction) রুখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। গার্ডেনরিচেও সেই ছবি দেখা গিয়েছে। একটি বাড়িতে একটি তল বেআইনিভাবে তৈরি করেছিলেন প্রোমোটার, সেটিই ভেঙে দিয়েছে পুরসভা। যদিও সর্বত্র এক ছবি দেখা যায়নি। 
 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola