Crime News : বাগুইআটিকাণ্ডের ছায়া হরিদেবপুরে, ফের পুলিশের সমন্বয়ের অভাব? উঠছে প্রশ্ন । Bangla News
বাগুইআটিকাণ্ডের ছায়া হরিদেবপুরে। বাগুইআটির দুই মাধ্যমিক পড়ুয়ার খুনের ঘটনার সময় দেখা গিয়েছিল ১০-১২ দিন ধরে মৃতদেহ বসিরহাট পুলিশ মর্গে পড়ে থাকলেও তা জানতেই পারেনি বাগুইআটি থানা। কিন্তু কেন? সমন্বয়ের অভাব? প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকা নিয়ে। আর কার্যত সেই একই ছবি ধরা পড়ল হরিদেবপুরের ক্ষেত্রে। পুলিশ সূত্রে খবর, একদিন আগে দেহ উদ্ধার। মগরাহাট থেকে ছবি-তথ্য কলকাতায় এলেও সনাক্তে কেন দেরি? ফের সমন্বয়ের অভাব? উঠছে প্রশ্ন। হরিদেবপুর থানার সামনে বিক্ষোভ নিহতের পরিজনদের।
Tags :
Police Kolkata ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews CrimeNews KolkataCrimeNews