Crime News: কলকাতায় হানি ট্র্যাপ! পুলিশের জালে এক তরুণী-সহ চারজন। ABP Ananda Live

কলকাতায় হানি ট্র্যাপ। এক তরুণী-সহ চারজনকে গ্রেফতার করেছে পাটুলি থানার পুলিশ। পাটুলির বাসিন্দা এক যুবকের সঙ্গে ডেটিং অ্যাপে পরিচয় হয় এক তরুণীর। অভিযোগ, গতকাল গলফ গ্রিনে একটি ফ্ল্যাটে তরুণীর সঙ্গে দেখা করতে গিয়ে ফাঁদে পড়েন ওই যুবক। তরুণীর সঙ্গে আরও দুই যুবক ছিলেন। পাটুলির যুবককে মারধর করে আটকে রেখে তাঁর মাকে ফোন করিয়ে ১ লক্ষ টাকা চাওয়া হয়। পাটুলি থানায় অভিযোগ দায়ের হলে, টাকা দেওয়ার টোপ দিয়ে ডেকে পাঠানো হয় অভিযুক্তদের। যুবকের মোটরবাইকে চড়ে অভিযুক্তরা টাকা নিতে এলে পুলিশ হাতেনাতে পাকড়াও করে। এরপর অরবিন্দ নগরের একটি ফ্ল্যাট থেকে যুবককে উদ্ধার করে পাটুলি থানার পুলিশ। অভিযুক্ত তরুণী-সহ আরও একজনকে ওই ফ্ল্যাট থেকেই পাকড়াও করা হয়। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola