Dental College Deadlock : ৫৬ ঘণ্টা পার, এখনও অচলাবস্থা আর আহমেদ ডেন্টাল কলেজে
৫৬ ঘণ্টা পার, এখনও অচলাবস্থা আর আহমেদ ডেন্টাল কলেজে। অধ্যক্ষের কাছে পদত্যাগপত্র হস্টেলের সুপার-সহ হস্টেল কমিটির অধিকাংশ সদস্যের। '৪৮ ঘণ্টায় হস্টেল খালি করতে হবে, না হলে ইন্টার্নশিপের পর সার্টিফিকেট মিলবে না'। হুঁশিয়ারি দিয়েছে কলেজ কর্তৃপক্ষ, অভিযোগ তুলে গতকাল থেকে অবস্থানে ইন্টার্নরা। জট কাটাতে ৭টি বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠক।
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Dentalcollege Dentalcollegedeadlock